নওগাঁ প্রতিনিধি ॥ নওগাঁর পত্নীতলা উপজেলায় কম্পিউটার ব্যবসায়ী সুমন হোসেন (২৩) হত্যা মামলার প্রধান আসামি বুলবুল হোসেন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২১ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।
গাজিউর রহমান জানান, বুলবুল হোসেনকে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে ভোরে গ্রেপ্তার করা হয়। বুলবুল পত্নীতলা উপজেলার গাহন গ্রামের আব্দুল করিমের ছেলে, এবং সুমন হোসেন মহাদেবপুর উপজেলার বিলছাড়া চকপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।
এ ঘটনায় সুমন হোসেনের মৃত্যু খুবই রহস্যজনক ছিল। পুলিশ জানিয়েছে, ১৭ নভেম্বর রাতে সুমন হোসেন তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে দাবি করেছিলেন, বুলবুল হোসেনের কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। পরে এই ঋণ ১০ লাখ টাকা হয়ে যায়। ঋণ পরিশোধের সময় বুলবুল সুমনের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প স্বাক্ষর করে নিয়েছিলেন। এই বিষয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল, এবং বুলবুল সুমনকে ঋণ পরিশোধে চাপ দিচ্ছিলেন।
সুমন তার লাইভ ভিডিওতে বলেছিলেন যে, রাতের বেলায় মহাদেবপুর উপজেলা থেকে ফেরার পথে বুলবুল তার লোকজন নিয়ে তাকে ধাওয়া করে মেরে ফেলার চেষ্টা করেন। এরপর সুমনের লাশ একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে বুলবুলকে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত করে।
গ্রেপ্তার হওয়ার পর বুলবুল হোসেন প্রথমে এই হত্যাকাণ্ডের সাথে তার কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তবে পুলিশ জানিয়েছে, বুলবুলের কাছ থেকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাকে রিমান্ডে নিয়ে হত্যাকাণ্ডের নেপথ্যে কারা এবং এর মূল কারণ কী, তা বের করার চেষ্টা করা হবে।
এদিকে, সুমন হোসেনের পরিবার হত্যার দ্রুত বিচার দাবি করেছে। পুলিশ এ ঘটনায় তদন্ত অব্যাহত রেখেছে, এবং আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তারা।