নওগাঁ প্রতিনিধি ॥ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর উদ্যোগে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ারের মাধ্যমে কর্মী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর দিনব্যাপী ধামইরহাট উপজেলা অডিটোরিয়ামে ইউএনও মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এই কর্মশালার উদ্বোধন ঘোষনা ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়েসেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা সম্পাদক ও যুগ্ম সচিব মো. শওকত আলী।
কর্মশালায় বোয়েসেলের মহাব্যবস্থাপক উপসচিব এ বি এম আবদুল হালিম, উপ-মহা ব্যবস্থাপক ও সিনিয়র সহকারি সচিব মো. নাজমুন নাহার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নুর মোহাম্মদ, বোয়েসেলের ব্যবস্থাপক মো. হাবিবুল্লাহ খান, আইওএম প্রতিনিধি লুবনা ফারজানা, ক্লাসিক ফ্যাশন জর্ডানের প্রতিনিধি স্বপন মাহমুদ, ওসি রাইসুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্বামাম মাহমুদা রীপা, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় ৭ জন দক্ষ কর্মী ও ২০০ জনের রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়।
ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী জানান, বাংলাদেশ সরকারের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে বোয়েসেল। বোয়েসেল দালাল বিহীন সর্বদা প্রান্তিক জণগনের জন্য নৈতিক নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন নিশ্চিত করে থাকে। আর্থিক ও জীবন ঝুঁকি ছাড়া অভিবাসন কেরিয়ার গঠনে সর্বদা সততার সহিত কাজ করে যাচোছ বোয়েসেল। উক্ত কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালায় শতাধীক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
দেশ স্বাধীনের পর প্রথম বারের মতো ধামইরহাট উপজেলার প্রত্যন্ত এলাকায় এই সেবা পেয়ে ইউএনও মোস্তাফিজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন ধামইরহাটের সুধীমহল।