ডেস্ক রিপোর্ট ॥ দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ১,২১৪ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ২১ নভেম্বর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৬ জনে। মৃতদের মধ্যে ২১৫ জন পুরুষ এবং ২২১ জন নারী। আর এ বছর মোট আক্রান্তের সংখ্যা ৮৪,৩৬৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১,২১৪ জনের মধ্যে বেশিরভাগই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তবে একই সময়ে ১,৩৩৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, যারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বন করতে এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছেন। তারা বলেছেন, সাধারণ মানুষের উচিত মশার প্রজননস্থল ধ্বংস করা এবং মশার কামড় থেকে রক্ষা পেতে সতর্ক থাকা।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা এবং জনগণকে সচেতন করতে বিভিন্ন প্রচারাভিযান চালানো হচ্ছে। তবে স্থানীয় পর্যায়ে জনগণকে আরো বেশি সচেতন ও সতর্ক করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।