বরিশাল প্রতিনিধি ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন সান্টু বুধবার বরিশাল রিপোর্টার্স ইউনিটির হলরুমে 'মিট দ্য রিপোর্টার্স' অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় তিনি প্রশাসনের ভূমিকা, সাংবাদিকদের মর্যাদা এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
সান্টু বলেন, "প্রশাসন জনগণের সেবক হিসেবে কাজ করবে এবং তা রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্বহীন হতে হবে। জনগণের অর্থেই প্রশাসনের বেতন-ভাতা আসে, তাই প্রশাসন কখনোই কোনো দলের হয়ে কাজ করতে পারে না।" তিনি আরও বলেন, "প্রশাসন হবে নির্দলীয়, দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, তা যেই দলই ক্ষমতায় আসুক না কেন।"
এছাড়া, সাংবাদিকদের ভূমিকা নিয়ে সান্টু বলেন, "সাংবাদিকরা জাতির বিবেক, তাদের কাজ জাতির উন্নতির জন্য অপরিসীম। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া দেশে উন্নয়ন সম্ভব নয়।" তিনি স্বাধীনতার ইতিহাসের ভুল ব্যাখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, "ইতিহাস বিকৃত করা যাবে না। শহীদ জিয়া মুক্তিযুদ্ধের শুরুতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যার কারণে মুক্তিকামী মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো।"
তিনি আরো বলেন, "সাংবাদিকদের ঐক্যবদ্ধ হলে দেশ গড়ার কাজ সম্ভব। আমাদের সৎ কর্মী খুঁজে না পেলে সমাজের উন্নয়ন সম্ভব নয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সচেতন থাকতে হবে।"
এ সময় তিনি উল্লেখ করেন, "অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে, কারণ নির্বাচন কমিশন গঠন করতে সময় প্রয়োজন। নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই তাদের যথাযথ সময় দেওয়া দরকার।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমার দল যদি আমাকে মেয়র পদে মনোনয়ন দেয়, তবে আমি নির্বাচনে অংশ নেব।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহাম্মেদ বাবলু ও স্থানীয় ও জাতীয় সাংবাদিকরা।