মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারে বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম সেবা) চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় অংশ নেন চেম্বার অফ কমার্সের বর্তমান সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরীফ, পরিচালক মনোয়ার আহমেদ রহমান, সৈয়দ মুনিম আহমেদ রিমন, হামিদুর রহমান চৌধুরী, হানিফ মোহাম্মদ খান এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণ, চুরি, ডাকাতি, যানজট সমস্যা, কিশোর গ্যাং, স্কুল-কলেজের সামনে ইভটিজিং, পার্কে নানা অপরাধসহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়। ব্যবসায়ীদের বক্তব্য গুরুত্ব সহকারে শোনার পর পুলিশ সুপার তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
বিশেষভাবে, চেম্বার নেতৃবৃন্দের কাছে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের সহযোগিতা বাড়ানোর দাবি উঠে। পুলিশের পক্ষ থেকে সমাধানমূলক পদক্ষেপ দ্রুত গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া, ব্যবসায়ীরা বাজারে দ্রব্যমূল্যের বিষয়েও সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেন। পুলিশ সুপার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পুলিশি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
অব্দুর রহিম রিপন, চেম্বারের পরিচালক, মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের সঙ্গে সেতুবন্ধন তৈরি করে নাগরিক সমস্যাগুলো সমাধান করতে চেম্বার অব কমার্স আগ্রহী।
এ ধরনের মতবিনিময় সভা আরও ফলপ্রসূ হবে বলে আশাবাদী চেম্বারের নেতৃবৃন্দ, যাতে ব্যবসায়িক পরিবেশে উন্নতি এবং জননিরাপত্তা বজায় রাখা সম্ভব হয়।