কুড়িগ্রাম প্রতিনিধি ॥ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম রবিউল আলম রাহাদ (১৭)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকার সুরুজ্জামানের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে পাটেশ্বরী বাজার এলাকায় একটি ভটভটি (নছিমন) রাহাদকে ধাক্কা দেয়। এতে রাহাদ মারাত্মক আহত হয়ে সড়কে পড়ে যায়। চিকিৎসার জন্য প্রথমে তাকে ভূরুঙ্গামারী হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে রাহাদ মারা যায়।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাহাদ সড়ক পাড় হচ্ছিলো। সেই সময় একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। পরে সে মারা যায়।
ভূরুঙ্গামারী থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা না হলে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হবে।