বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল সদর উপজেলার চরআবদানী এলাকার কাঠুরে আনিচুর রহমান (৪১) হত্যাকান্ডের ঘটনায় পুলিশের অভিযান সফল হয়েছে। হত্যার মূল ঘাতক মো. আলভী (২৩) এবং তার পিতা মো. শরীফুল ইসলাম সুমন (৪২) ও মাতা ঝুমুর বেগম (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা তারা স্বীকার করেছেন এবং সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ৩০ অক্টোবর রাতে মো. আলভী তার বাবা-মায়ের সহযোগিতায় আনিচুর রহমানকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে প্রথমে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ নভেম্বর তার মৃত্যু হয়।
আনিচুর রহমানের স্ত্রী ছনিয়া বেগম হত্যার ঘটনায় ৫ নভেম্বর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ কমিশনারের নির্দেশে একটি তদন্ত দল গঠন করা হয়। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে পুলিশ ১৮ নভেম্বর ঢাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে। এরপর ১৯ নভেম্বর নওগাঁ থেকে আলভী ও ঝুমুর বেগমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার এজাহারনামীয় তিন আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি সহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই হরষিৎ মন্ডলের নেতৃত্বে পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের সংশ্লিষ্টতা প্রমাণ পেয়েছে।
বুধবার দুপুরে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় এক সংবাদ সম্মেলনে উপ-কমিশনার (উত্তর) রুনা লায়লা জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের তৎপরতায় ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও তদন্তের কাজ দ্রুত এগিয়ে চলেছে।