পিরোজপুর প্রতিনিধি ॥ ছাত্রদলের নেতৃবৃন্দ আজ বুধবার পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের পক্ষে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি রিয়াদ রহমান।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, "বাংলাদেশের জনগণ গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য যেভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, আজ তাদের অধিকার ফিরে পেতে হবে। বর্তমান সরকার দেশের মৌলিক কাঠামো ধ্বংস করে দিয়েছে, যার ফলে দেশের জনগণ আজ অধিকারহীন।"
রিয়াদ রহমান আরো বলেন, "এখনই সময় ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করা। জনগণের হাতে রাষ্ট্রের অধিকার ফিরিয়ে দিতে হবে। এজন্য একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি।" তিনি বলেন, "ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করা হবে, যা দেশের ধ্বংসপ্রাপ্ত কাঠামো মেরামত করবে।"
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জুয়েল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শাহিন এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।