ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। তিনি বর্তমান আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। বাহারুল আলম ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি তার দীর্ঘ কর্মজীবনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে নতুন আইজিপি হিসেবে বাহারুল আলমের নিয়োগের কথা জানান। উপদেষ্টা আসিফ মাহমুদ আরও জানান, ডিএমপি কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে। শেখ সাজ্জাদ আলী নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।
এদিকে, ২০২০ সালে পুলিশ বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বেশ কিছু পরিবর্তন ঘটে, যার মধ্যে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তাদের অবসর দেয়া হয়। ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতন হলে পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেয়া হয়। তার পর দিন ৬ আগস্ট মো. ময়নুল ইসলামকে আইজিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। এখন নতুন আইজিপি বাহারুল আলমের নিয়োগের মাধ্যমে পুলিশ বিভাগে আবারও পরিবর্তন আনা হলো।
বাহারুল আলম ২০০৭-০৮ সালে পুলিশের বিশেষ শাখার প্রধান ছিলেন এবং পরে তিনি পুলিশ সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে কাজ করেছেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি দুই দফায় পদোন্নতিবঞ্চিত হয়েছিলেন, তবে ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসর নেন।