ঢাকা মহানগরের মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে বুধবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর ডেমরা সড়ক এবং দুপুর সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে রিকশাচালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহম্মেদ জানান, রিকশাচালকরা মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করেন। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ তাদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করলে তারা পুলিশের ওপর আক্রমণ চালায়, যার ফলে দুই পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশের নিয়ন্ত্রণে আসার পর রিকশাচালকরা অবরোধ তুলে নেয় এবং পরিস্থিতি শান্ত রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এর আগে, মঙ্গলবার হাইকোর্ট ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধের আদেশটি প্যাডেলচালিত বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের করা রিটের পরিপ্রেক্ষিতে আসে।