Oplus_0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভেতরের সড়কে রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাচির মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন চারজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। বরখাস্তকৃতদের মধ্যে রয়েছেন ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক। তাদের বরখাস্ত করার কারণ হিসেবে দায়িত্বে অবহেলা বলা হয়েছে।

এছাড়া, বিশ্ববিদ্যালয় প্রশাসন বুধবার (২০ নভেম্বর) শোক দিবস ঘোষণা করেছে এবং এই উপলক্ষে সকল ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে। বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের সকল রুটের বাস চলাচল বন্ধ থাকবে।

শিক্ষার্থীরা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *