বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সহকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন যে, তার নামের সঙ্গে “দেশনায়ক” বা “রাষ্ট্রনায়ক” উপাধি ব্যবহার না করা হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি” শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বক্তব্য দেন তিনি।

কর্মশালায় বিএনপির শীর্ষ নেতা বলেন, ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যৎ শাসন, বেকারত্ব দূরীকরণসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশের গার্মেন্টস ও রেমিট্যান্স শিল্পের বাইরে নতুন কর্মমুখর সেক্টর তৈরি করার সুযোগ রয়েছে।” তিনি আরও বলেন, “দেশে এক কোটির বেশি বেকার রয়েছেন এবং আমরা নতুন সেক্টর তৈরির মাধ্যমে এই সমস্যার সমাধান করার চেষ্টা করবো।”

তিনি নেতা-কর্মীদের গ্রাম পর্যায়ে ৩১ দফা নিয়ে উঠান বৈঠক করার আহ্বান জানান এবং বলেন, “প্রত্যেকে যদি চেষ্টা করি, ইনশাল্লাহ, ভালো কিছু করতে সক্ষম হবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *