মৌলভীবাজার প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহ প্রদানের লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন পজিটিভ শ্রীমঙ্গল এর উদ্যোগে এই কর্মসূচি গত ১৮ নভেম্বর সোমবার দুপুর ১২টায় উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়। পরে লিফলেট বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে।
এ কার্যক্রমের উদ্দেশ্য ছিলো বিভিন্ন সামাজিক, পরিবেশগত ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের এবং সাধারণ জনগণের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা। লিফলেটের মাধ্যমে মাদক বিরোধী প্রচারণা, বাল্য বিবাহ প্রতিরোধ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষা এবং গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। এছাড়া, সচেতন নাগরিক হিসেবে সমাজের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের বার্তা তুলে ধরা হয়।
পজিটিভ শ্রীমঙ্গলের চেয়ারম্যান তোফায়েল আহমেদের তত্ত্বাবধানে এবং নির্বাহী পরিচালক মো. আল আমিনের সঞ্চালনায় সংগঠনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ এবং স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
এ ধরনের সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের সদস্যরা। তারা জানান, সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সব বয়সী জনগণকে সম্পৃক্ত করতে হবে এবং তাদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ জাগাতে হবে।