Oplus_0

ঢাকা :ঢাকার মোহাম্মদপুরের বসিলায় দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক মোঃ নাঈমুর রহমানের ছিনতাই হওয়া ক্যামেরা উদ্ধার এবং দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ইয়াছিন (২০), মোঃ শিহাব (২২) ও মোঃ মানিক (২০)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ক্যামেরা, লেন্সসহ একটি Nikon D-850 ক্যামেরা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাপাতি ও সামুরাই উদ্ধার করা হয়।

গত (১৩ নভেম্বর, ২০২৪) মোঃ নাঈমুর রহমান তার অফিসের কাজ শেষে মোহাম্মদপুরে ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। পথে, বসিলা রোডে চারজন ছিনতাইকারী তাকে গতিরোধ করে। তারা চাপাতি ও সামুরাই দিয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা, জাতীয় পরিচয়পত্র, ক্যামেরা, ব্যাটারি, মেমোরি কার্ডসহ অন্যান্য মূল্যবান জিনিস ছিনতাই করে নেয়।

এ ঘটনায় মোঃ নাঈমুর রহমান বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে পুলিশ অভিযান চালিয়ে (১৬ নভেম্বর, ২০২৪)শনিবার  তাদের গ্রেফতার করে।

পলাতক আসামি আশরাদুলকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *