বরিশাল প্রতিনিধি ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, "আমাদের সংগ্রাম জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম।" তিনি আরও বলেন, নির্বাচিত সরকারই জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে এবং তাদের হাতে দেশের সংকট সমাধানের ক্ষমতা থাকে।
সোমবার (১৮ নভেম্বর) বরিশাল জেলা আদালত চত্বরে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহমদ বলেন, "আমরা আশা করি, বর্তমান সরকার দ্রুত একটি নির্বাচন আয়োজন করবে, যাতে জনগণ তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে পারে। আমরা নির্বাচিত সরকারের অধীনে সব ধরনের সংস্কার করতে প্রস্তুত।"
হাফিজ উদ্দিন বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগ অর্থনীতির ক্ষতি করেছে এবং দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়েছে। এসব সংকট সমাধান করার জন্য প্রয়োজন একটি নির্বাচিত সরকার, যা জনগণের পক্ষে কাজ করবে।" তিনি বলেন, "নির্বাচিত সরকার ছাড়া কোনও অস্থায়ী বা দুর্বল সরকার দেশের সংকট সমাধান করতে পারবে না। জনগণই নিজের ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচিত করবে, সেই সরকারকেই সংস্কার করার দায়িত্ব নিতে হবে।"
বিএনপির এই নেতা আরও বলেন, "বর্তমান সরকার যদি সংস্কার করার ইচ্ছা প্রকাশ করে, তা অবশ্যই জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে হতে হবে। আমাদের সমাজে যে অন্যায়-অবিচার এবং দুর্নীতি হয়েছে, তার জন্য জরুরি সংস্কার প্রয়োজন এবং এদের বিচারও করা উচিত।"
হাফিজ উদ্দিন আহমদ বলেন, "আমরা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সমর্থন জানাই, তবে আমরা আশা করি তিনি যাতে কোনও ধরনের প্রভাব থেকে দূরে থাকেন।" তিনি বলেন, "আমরা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি পেয়েছি। তাদের দুর্নীতি, অপকর্ম, মানি লন্ডারিং, গায়েবি মামলাসহ সমস্ত অত্যাচার থেকে দেশের মানুষ রক্ষা পেয়েছে।"
এ সময় বরিশাল জেলা আইনজীবী সমিতি এবং বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।