ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় প্রেস ক্লাবের ৩৭ জন জ্যেষ্ঠ সাংবাদিকের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে উসকানি দেওয়ার এবং পতিত সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। এই সিদ্ধান্তটি গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় গৃহীত হয়।

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত একটি নোটিশে বিষয়টি জানানো হয়।

যে সাংবাদিকদের সদস্যপদ স্থগিত করা হয়েছে, তাঁদের মধ্যে আছেন- নূরুল আমিন প্রভাষ, জায়েদুল আহসান পিন্টু, মোজাম্মেল বাবু, আশীষ সৈকত, ইকবাল সোবহান চৌধুরী, সোহেল হায়দার চৌধুরী, ফারজানা রূপা, অশোক চৌধুরী, আজমল হক হেলাল, আবুল খায়ের, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রণব সাহা, নঈম নিজাম, খায়রুল আলম, আবেদ খান, সুভাষ চন্দ বাদল, জহিরুল ইসলাম মামুন (জ.ই মামুন), জাফর ওয়াজেদ, সাইফুল ইসলাম কল্লোল, পাভেল রহমান, আজিজুল ইসলাম ভূঁইয়া, শাবান মাহমুদ, মুহম্মদ শফিকুর রহমান, আবুল কালাম আজাদ, শ্যামল সরকার, অজয় দাশগুপ্ত, আলমগীর হোসেন, রমাপ্রসাদ সরকার বাবু, সঞ্জয় সাহা পিয়াল, ফারাজী আজমল হোসেন, আনিসুর রহমান, এনামুল হক চৌধুরী, নাঈমুল ইসলাম খান, মো. আশরাফ আলী, মোল্লা জালাল, ইখতিয়ার উদ্দিন, এবং আবু জাফর সূর্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *