ঢাকা: আজ (১৮ নভেম্বর,২০২৪) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘জুলাই-অগাস্ট গণহত্যা’ মামলার ১৪ আসামিকে হাজির করা হবে। তাদের মধ্যে রয়েছেন সাবেক ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি এবং সাবেক এক সচিব। ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চের নেতৃত্ব দেবেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।
অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আসামিরা বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
এদিকে, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আসামিদের সঙ্গে একজন আইনজীবী এবং স্বজন থাকতে পারবেন, তবে সাধারণ মানুষ উপস্থিত থাকতে পারবেন না। মামলা চলবে টিনশেড ভবনে, কারণ পুরোনো কোর্ট ভবনে কিছু প্রযুক্তিগত কাজ বাকি রয়েছে।