বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম আজ (১৬ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদণ্ডি গ্রামে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
বিচারপতি ফজলুল করিম ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর অবসরগ্রহণ করেন।
আজ দুপুর ১:৩০টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হবে।