Oplus_0

আগামীর বাংলাদেশ ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার ভিত্তিতে তৈরি হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘তরুণরা সবাইকে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন। সামনের বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার ভিত্তিতে।’ তিনি আরো বলেন, আমাদের সভ্যতা বর্তমানে ব্যর্থ, কারণ এটি মানুষের মুনাফার প্রতি অযথা লোভ সৃষ্টি করেছে। তাই নতুন সভ্যতা গড়ার আহ্বান জানান তিনি, যেখানে সম্পদ সমানভাবে বণ্টিত হবে।

বিদেশি অতিথিদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশের তরুণদের মনের ভাষা বুঝতে তাদের রাস্তাগুলো ঘুরে দেখতে হবে।’ তিনি যোগ করেন, ‘তরুণরা নতুন বাংলাদেশের বিষয়ে আমাদের ভাবতে শিখিয়েছে, আসুন নতুন একটি বিশ্ব গড়ার বিষয়ে ভাবি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *