রাজধানীর আজিমপুরে ডাকাতির ঘটনায় অপহৃত আট মাসের শিশুকে উদ্ধার করেছে র্যাব। অভিযানে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। অপহৃত শিশুটিকে রাতেই তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার মধ্যরাতে মোহাম্মদপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়, জানিয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হবে।
এর আগে গতকাল লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ডাকাতির পর শিশুটিকে অপহরণ করা হয়। শিশুর মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন এবং তিনি স্বামী ও সন্তান নিয়ে আজিমপুরের বাসায় ছিলেন। ডাকাতরা তাদের বাসায় ঢুকে দেড় লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার ও শিশুটিকে নিয়ে যায়।