আন্তর্জাতিক ডেস্ক ॥ ভারতের হরিয়ানা রাজ্যের এক কৃষি মেলায় একটি কালো রঙের মহিষ ব্যাপক সাড়া ফেলেছে। মহিষটির নাম ‘আনমোল’, যার ওজন ১৫০০ কেজি এবং দাম উঠেছে প্রায় ২৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩২ লাখ টাকা)। তবে তার মালিক গিল মহিষটি বিক্রি করতে রাজি নন। তার দাবি, আনমোল তার পরিবারের এক সদস্য হয়ে উঠেছে এবং এই মহিষের মাধ্যমে তিনি প্রতি মাসে লাখ লাখ রুপি উপার্জন করছেন।
‘আনমোল’-এর বিশেষত্ব শুধু তার আকার বা দামেই সীমাবদ্ধ নয়, বরং তার বীর্য বিক্রি করেই গিল প্রতি মাসে ৪ থেকে ৫ লাখ রুপি আয় করছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, আনমোলের বীর্যটি ব্রিডারদের কাছে বিক্রি করা হয়, যা তার মালিকের জন্য একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।
এছাড়াও, আনমোলের খাবারের তালিকাও অত্যন্ত রাজকীয়। প্রতিদিন ১৫০০ রুপি খরচ করে মহিষটির খাবার ব্যবস্থা করা হয়। তার খাদ্যতালিকায় ২৫০ গ্রাম বাদাম, ৩০টি কলা, ৪ কেজি ডালিম, ৫ কেজি দুধ, ২০টি ডিম, সয়াবিন, ঘি, ভুট্টা এবং সবুজ পশুখাদ্য অন্তর্ভুক্ত থাকে। এ ধরনের পুষ্টিকর খাবারের কারণে আনমোল সবসময় সুস্থ ও শক্তিশালী থাকে।
গিল তার প্রিয় মহিষকে প্রতিদিন দুইবার গোসল করান এবং গোসলের পর তার ত্বক চকচকে রাখতে বাদাম ও সরিষার তেল ব্যবহার করেন। তার এমন যত্নে আনমোলের স্বাস্থ্য ভালো থাকে এবং তার কর্মক্ষমতা বজায় থাকে।
আনমোলের বংশগত গুণাবলীও এর দাম নির্ধারণে বড় ভূমিকা রেখেছে। আনমোলের মা দৈনিক ২৫ লিটার দুধ দিতেন, যা তার বংশের শক্তিশালী গুণাবলীরই একটি প্রমাণ।
কৃষি মেলায় আনমোলের সৌন্দর্য ও শক্তি দেখে অনেকেই তার প্রশংসা করেছেন এবং দামও ২৩ কোটি রুপি উঠেছিল। তবে তার মালিক গিল মহিষটিকে বিক্রি করতে চান না। তিনি মনে করেন, আনমোল শুধু একটি মহিষ নয়, তার পরিবারের সদস্য হয়ে উঠেছে এবং তার প্রতিদিনের যত্নের মধ্যেই সুখ খুঁজে পান।