জয়পুরহাট প্রতিনিধি ॥ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এক কৃষকের ধান চুরি করার অভিযোগ উঠেছে কয়েশকুল গ্রামের নুরুজ্জামানসহ তার দলবল বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক নাজমুল হুদা থানায় লিখিত অভিযোগ করেছেন।

ঘটনাটি ঘটেছে ১২ নভেম্বর রাতে, যখন নাজমুল হুদা তার ১৮’শতক জমিতে ধান কাটার জন্য প্রস্তুত করেছিলেন। কয়েক বছর ধরে পূর্ব কৃষ্ণপুর মৌজায় জমিটি তিনি ভোগদখল করে আসছিলেন। অভিযোগ অনুযায়ী, পূর্ব শত্রুতার জের ধরে কয়েশকুল গ্রামের নুরুজ্জামান এবং তার সঙ্গীরা রাতের আঁধারে নাজমুলের জমির ধান চুরি করে নিয়ে যায়।

পরদিন সকালে নাজমুল যখন তার জমিতে যান, তখন দেখতে পান যে ধানগুলো নেই। আশেপাশের লোকজনের মাধ্যমে তিনি জানতে পারেন, নুরুজ্জামান ও তার সঙ্গীরা ধানগুলো চুরি করে নিয়ে গেছে। এরপর নাজমুল তাদেরকে এ বিষয়ে জানাতে গেলে নুরুজ্জামান এবং তার দলবল তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।

এ ব্যাপারে অভিযোগের প্রতিক্রিয়ায় নুরুজ্জামান বলেন, “আমরা আমাদের পৈত্রিক জমিতে ধান লাগিয়েছি এবং তা কেটে নিয়ে বাড়িতে এনেছি। নাজমুল যে রাতে ধান কেটেছে, তা সম্পূর্ণ মিথ্যা।”

থানার ওসি কাওসার আলী জানিয়েছেন, অভিযোগটি তারা পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *