প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু হওয়ার পর বন্ধ হয়ে যাওয়া পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হতে যাচ্ছে। এক সময় দেশের নানা প্রান্তে এই পরীক্ষা অনুষ্ঠিত হতো, যেখানে নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তি পেতেন।
বর্তমানে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পঞ্চম শ্রেণি) আগে পৃথক বৃত্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আগামী শিক্ষাবর্ষে এই পরীক্ষা কীভাবে হবে, সে সম্পর্কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিনির্ধারকরা এখনও সিদ্ধান্তে পৌঁছায়নি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছেন, "এটি নতুন কিছু নয়, পুরোনো পদ্ধতিতে ফেরানো হচ্ছে। তবে পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় বাধ্য করা হবে না, কেবল যারা আগ্রহী, তারা পরীক্ষায় অংশ নিতে পারবেন।"