ডেস্ক রিপোর্ট ॥ নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে। ১৫ নভেম্বর, শুক্রবার, তিন দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী, নেপাল প্রতিবছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভারতীয় ভূখণ্ডের মাধ্যমে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানি করবে।
অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মো. ফাওজুল কবির খান, ভারতের বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল এবং নেপালের জ্বালানিমন্ত্রী দীপক খাডকা উপস্থিত ছিলেন। ভার্চুয়াল অনুষ্ঠানে ভারতের সরকারের পক্ষ থেকে বলা হয়, এই বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী হবে এবং বিদ্যুৎ খাতে যোগাযোগ বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।
চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে নেপাল প্রতি বছর ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করবে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৬ দশমিক ৪ সেন্ট (১০০ সেন্টে ১ ডলার) নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে সাত টাকা।
এই ত্রিপাক্ষিক চুক্তির অংশ হিসেবে ২০২৩ সালের মে-জুন মাসে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল প্রচণ্ড ভারত সফরের সময় বাংলাদেশে জলবিদ্যুৎ সরবরাহের বিষয়ে চুক্তি করার ঘোষণা দেন। পরে ৩ অক্টোবর, ২০২৩ এই চুক্তি স্বাক্ষরিত হয়।
ভারতের সরকার এক বিবৃতিতে জানায়, এই চুক্তি বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তিন দেশের মধ্যে বিদ্যুৎ খাতে আঞ্চলিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধি করবে। নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে এই বিদ্যুৎ চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে, যার মাধ্যমে তিন দেশের মধ্যে বিদ্যুৎ বাণিজ্য আরও সমৃদ্ধ হবে এবং শীর্ষ পর্যায়ের সম্পর্ক আরও দৃঢ় হবে।
বিদ্যুৎ বিশেষজ্ঞরা আশা করছেন, এই ধরনের চুক্তি ভবিষ্যতে অন্যান্য বিদ্যুৎ সংযোগের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সরবরাহের খাতে বড় পরিবর্তন আনবে এবং আঞ্চলিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।