ডেস্ক রিপোর্ট ॥ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়ে দেয়া তার বক্তব্য প্রত্যাহার করেছেন। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে আলোচনা শেষে তিনি বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ট্রাইব্যুনালের সামনে দেয়া তার বক্তব্য প্রত্যাহার করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে রাজনৈতিক দল হিসেবে সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে নুরুল হক নুর তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, “গতকাল (১৪ নভেম্বর) চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছিলাম, তার তথ্যে বিভ্রাটের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই বিষয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে আলোচনার পর বিষয়টি পরিষ্কার হয়েছে এবং এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে আমাদের সমর্থন অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত, গতকাল (১৪ নভেম্বর) বিকেলে আইনজীবী অধিকার পরিষদ হাইকোর্ট এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। তবে নুরুল হক নুরের বক্তব্য প্রত্যাহার ও পুনরায় সমর্থন দেয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।