মাদারীপুর প্রতিনিধি ॥ মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে ছোরা বোমার আঘাতে এক প্রবাসী নিহত হয়েছেন। আহত প্রবাসী মোঃ সুজন সরদার (৩২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান। গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মিরাজ সরদার ও কাইয়ুম মৃধা গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মিরাজ সরদার ও কাইয়ুম মৃধা গ্রুপের মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছিল। এদিন দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে একাধিক বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় মটরসাইকেলযোগে ফাসিয়াতলা যাওয়ার পথে খালেকেরহাট এলাকায় পৌঁছালে ছোরা বোমার আঘাতে মারাত্মক আহত হন প্রবাসী সুজন সরদার।
সুজন সরদারকে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। নিহত সুজন সরদার উপজেলার শিকারমঙ্গল এলাকার মিজানুর রহমান সরদারের ছেলে। তিনি সিঙ্গাপুরে প্রবাসী ছিলেন এবং কিছুদিন আগে ছুটিতে দেশে ফিরেছিলেন।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, “মারা যাওয়ার সংবাদ শুনেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, এই ঘটনা এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ প্রশাসন কঠোর নজরদারি শুরু করেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে বিরোধের কারণে এলাকায় বিভিন্ন সময় সংঘর্ষ এবং অশান্তি দেখা দিয়েছিল, কিন্তু এবার এটি প্রাণঘাতী হয়ে উঠলো। প্রবাসী সুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।