নৌবাহিনী চ্যাম্পিয়ন, সেনাবাহিনী রানারআপ
ঢাকা: বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৪) সদর দপ্তর ৯ পদাতিক ডিভিশনের আয়োজনে আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এই প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অর্জন করে, এবং বাংলাদেশ সেনাবাহিনী রানারআপ হয়। এছাড়া, কর্পোরাল মোঃ সোলায়মান তনু (বাংলাদেশ সেনাবাহিনী) শ্রেষ্ঠ খেলোয়াড়ের সম্মান লাভ করেন।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর ২০২৪ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, জেসিও এবং অন্যান্য সৈনিকবৃন্দসহ গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতার মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যদের শারীরিক সক্ষমতা, প্রশিক্ষণের মান এবং পারস্পরিক সৌহার্দ্য আরও মজবুত হয়েছে বলে আশা প্রকাশ করা হয়।