ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও হাজী মোহাম্মদ সেলিমের ছেলে সোলাইমান সেলিমকে বুধবার (১৩ নভেম্বর,২০২৪) মধ্যরাতে রাজধানী ঢাকা থেকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালি থানার ওসি মো. এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন , সোলাইমান সেলিমের বিরুদ্ধে তাঁর থানায় কোনো মামলা নেই, তবে চকবাজার থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। তাকে কিছুক্ষণের মধ্যে চকবাজার থানায় হস্তান্তর করা হবে।