ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগের অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যসহ ১৪ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৪৫ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রুজু করা হয়েছে।