স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী-এনডিসি, পিএসসি (অব.) বলেছেন, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে, যা দেশের সুনাম ক্ষুণ্ন করছে। তিনি বিশেষভাবে দেশের গণমাধ্যম কর্মীদের আহ্বান জানিয়ে বলেন, "ভারতের মত মিথ্যা রিপোর্ট দিবেন না, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইলো।"
বরিশালে তাঁর প্রথম সফরে বৃহস্পতিবার বরিশাল জেলা পুলিশ লাইন্সে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং বরিশাল বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা। সভায় স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং বাহিনীগুলোর জনবান্ধব কার্যক্রম আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য জায়গার তুলনায় অনেক ভালো। তবে, মাঝে মাঝে রাস্তা ব্লক করার ঘটনা ঘটে। এটি বন্ধ করতে হলে জনগণকে সঠিক চ্যানেলে তাদের দাবি জানাতে হবে, যাতে জনগণের ভোগান্তি না হয়।"
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশের বাহিনীগুলোকে আরও শক্তিশালী এবং জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং বাহিনীগুলোর কার্যক্রমে আরো উন্নতি করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হয়েছে।
পুলিশে বাদী হয়ে আসামি করার বিষয়েও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, "আগে পুলিশ বাদী হয়ে অনেক আসামির বিরুদ্ধে মামলা করত, তবে এখন সাধারণ মানুষই বাদী হয়ে বিভিন্ন মামলায় আসামির নাম উল্লেখ করেন।"
তিনি পরে কৃষি বিষয়ে বরিশাল কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন, যেখানে তিনি কৃষির উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।