বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আরও গতিশীল ও সংগঠিত করতে অর্গানাইজিং কমিটি ও নির্বাহী কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর ২০২৪) তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর প্যানেলের মুখপাত্র উমামা ফাতেমা জানান, সংগঠন আরও শক্তিশালী করতে ইস্যু, সাংগঠনিক শৃঙ্খলা এবং গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে কীভাবে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, “আমরা প্রাথমিকভাবে কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি, তবে বিস্তারিত কিছু এখনই বলা সম্ভব হচ্ছে না।”
কমিটির আওতায় আরও বিভিন্ন উইং গঠন করার পরিকল্পনা রয়েছে, যা আন্দোলনের কার্যক্রমকে আরও বিস্তৃত করবে।