বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ করতে, সংবিধানে এমন ব্যবস্থা রাখা হবে যাতে কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন। তিনি এই প্রতিশ্রুতি দেন ১৪ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত রাষ্ট্র সংস্কার সংক্রান্ত আলোচনা সভায়।
সভায় তারেক রহমান আরও বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য বিএনপি ৩১ দফা প্রস্তাবনা প্রস্তুত করেছে, যা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও পরামর্শের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে। রাষ্ট্র পরিচালনায় আধুনিকতা ও পরিবর্তনকে উৎসাহিত করার পক্ষে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন এবং ভবিষ্যতে একটি প্রগতিশীল, অর্থনৈতিকভাবে শক্তিশালী ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩১ দফাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।
তিনি জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবার আত্মত্যাগকে সম্মান জানিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সঠিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য।