Oplus_0

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)  রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে সদস্যদের প্রতি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন এবং দেশের সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে এপিবিএন সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার গুরুত্ব তুলে ধরেন।

এপিবিএন’র অতিরিক্ত আইজি মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোঃ ময়নুল ইসলাম এনডিসি। সভায় এপিবিএন সদস্যরা বিভিন্ন বিষয় উপস্থাপন করলে, স্বরাষ্ট্র উপদেষ্টা তা গুরুত্বসহকারে শুনে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও, স্বরাষ্ট্র উপদেষ্টা এপিবিএন’র ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও ক্যানাইন ইউনিট পরিদর্শন করেন এবং তাদের কার্যক্রম পর্যালোচনা করেন।

এপিবিএন সদস্যরা বিশেষভাবে প্রশিক্ষিত এবং তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা দায়িত্বে নিযুক্ত রয়েছে, যেমন ভিভিআইপি নিরাপত্তা, বিমানবন্দর সুরক্ষা, রোহিঙ্গা ক্যাম্প এবং পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা রক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *