রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোন ও হেডফোন উদ্ধার করেছে। মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪) দুপুর ১২টার দিকে মাতুয়াইল শিশু হাসপাতালের সামনে থেকে ১০৭টি মোবাইল ফোন এবং ১৮৬টি হেডফোনসহ সাফি আলম (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে চোরাই মোবাইল ফোন নিয়ে ঢাকার দিকে আসা একটি প্রাইভেটকার থামানো হলে, সেটির তল্লাশিতে বিপুল পরিমাণ মোবাইল ফোন ও হেডফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের কোন বৈধ কাগজপত্র না থাকায় সাফি আলমকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোবাইল ফোনগুলি ভারত থেকে ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে চোরাই পথে ঢাকায় আনা হয়েছিল এবং সেগুলি বিভিন্ন মার্কেটে সরবরাহ করার পরিকল্পনা ছিল।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *