Oplus_0

ঢাকা: আজ বুধবার (১৩ নভেম্বর ২০২৪) নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ বিকেল ৪:০০টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি, পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. সরকার আমিন। ‘হুমায়ূন আহমেদ ও বাংলাদেশের মধ্যবিত্ত’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক সালাহ উদ্দিন শুভ্র। আলোচনা করেন অধ্যাপক আহমেদ মাওলা ও অধ্যাপক সুমন রহমান, এবং হুমায়ূন আহমেদ সম্পর্কে তাৎক্ষণিক মূল্যায়ন উপস্থাপন করেন কবি ও কথাশিল্পী কাজল শাহনেওয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

সেমিনারে বক্তারা বলেন, হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি বাংলা সাহিত্যের খ্যাতি ও জনপ্রিয়তায় যে অবদান রেখেছেন, তা দেশের সাহিত্যাঙ্গনে অপরিসীম প্রভাব ফেলেছে। বক্তারা তার রচনাশৈলী, মধ্যবিত্ত জীবনের চিত্রণ এবং টেলিভিশনে তাঁর সাহিত্যিক অবদান নিয়েও আলোচনা করেন।

এছাড়াও বক্তারা বলেন, হুমায়ূন আহমেদ আজও যথাযথভাবে মূল্যায়িত হননি এবং তাঁর সাহিত্যিক অবদান সঠিকভাবে পাঠক সমাজে পৌঁছানোর প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *