বইমেলার আয়োজন নিয়ে সৃষ্ট জটিলতা সমাধান হবে, আশ্বস্ত সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ১৩ নভেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানেই ২০২৫ সালের অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে।
গত ৬ নভেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছিল, যা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে ফারুকী তার বক্তব্যে নিশ্চিত করেন, উদ্যানেই বইমেলা আয়োজন করা হবে।
এছাড়া, বাংলাদেশের সংস্কৃতি বিশ্বে তুলে ধরার পাশাপাশি দেশের ধর্ম, ভাষা এবং জাতিগত সম্প্রীতি নিয়ে সরকারের কার্যক্রমের প্রতি আস্থা ব্যক্ত করেন তিনি।