নতুন টিনএজ প্রেমের মেলডি গান “ইচ্ছেরা” আসিফ আকবরের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হতে যাচ্ছে। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজীব রয় চৌধুরী ও মোনা, এবং গানের কথা লিখেছেন বুদ্ধাদিত্য মুখার্জী (বাংলা) এবং শাদাব আখতার (হিন্দি)।
এই গানটির বিশেষত্ব হচ্ছে, এটি প্রথমে বাংলা ও পরে হিন্দী ভার্সনে রিলিজ হবে। গানের কন্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর ও নিকিতা গান্ধী, যিনি “বুর্জ খলিফা” গানটির জন্য বিখ্যাত। গানটির ভিডিওতে মডেল হিসেবে থাকছেন ফারজানা সিঁথি ও শেখ সাদী। ভিডিও পরিচালনা করছেন সৌমিত্র ঘোষ ইমন।
গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে মুম্বাইয়ের Splendid স্টুডিওতে, যেখানে রেকর্ডিংয়ের দায়িত্বে ছিলেন মুন ডেকা। শুটিং হবে গাজীপুরের শালদহ ইকো রিসোর্টে। গানের পুরো ব্যাপারে সার্বিক ব্যবস্থাপনা করছেন সুদীপ্ত দাস।
গানটির প্রথমবার শোনার জন্য ভিজিট করতে হবে আসিফ আকবরের ইউটিউব চ্যানেল: [এখানে ক্লিক করুন](https://www.youtube.com/@asifakbarsinger)