রবিবার (১০ নভেম্বর) ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে রাজধানী ঢাকার গুলিস্তানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে, আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে সেখানে রাতেই উপস্থিত হয় ছাত্র-জনতা, যাদের মধ্যে অনেকেই লাঠিসোঁটা হাতে ছিলেন।
অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও একই স্থান, অর্থাৎ গুলিস্তানের জিরো পয়েন্টে কর্মসূচি ঘোষণা করেছে। তাদের আহ্বান ছিল, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’। ওই কর্মসূচির জন্য ছাত্র-জনতা দুপুর ১২টায় জড়ো হওয়ার কথা রয়েছে।
এদিকে, আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়, ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’। এর আগে, তারা বিকেল ৩টায় কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছিল। তবে, ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দলটি বড় কোনও কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে পারেনি।