সাতক্ষীরা প্রতিনিধি ॥ দেশব্যাপী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের সরকার বিরোধী অপতৎপরতা ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার বিকাল ৪টায় বুধহাটা করিম মার্কেট থেকে আশাশুনি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জর্জ এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কুল্যার মোড় ও বুধহাটা বাজারের বিভিন্ন সড়কর প্রদক্ষিণ শেষে করিম মার্কেটে এসে পথ সভায় মিলিত হয়।
বিএনপির সিনিয়র নেতা আলহাজ্ব কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলি। এ সময় বুধহাটা ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, বুধহাটা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফারুক হোসেন, উপজেলা বিএনপির সদস্য আব্দুর ওহাব, ইউনিয়ন শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম, কুল্যা ইউনিয়ন বিএনপির আহবায়ক ইব্রাহিম গাজী, আইন বিষয়ক সম্পাদক ইবাদুল হক, যুগ্ম আহ্বায়ক ডাঃ আনিছুর রহমান, ছাত্রদল সভাপতি ইমন হোসেন, সহ-সভাপতি মুজাহিদ, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক কবিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক শওকত আলী, কুল্যা ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব লুৎফর রহমান, কুল্যা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, খাইরুল ইসলাম, ইএইচ সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।