ঢাকা: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রোববার (১০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় সেনাপ্রধান তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসা অর্জন করেন।
আইএসপিআর (ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস) এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।