ঢাকা: আজ ১০ নভেম্বর, ‘শহীদ নূর হোসেন দিবস’। ১৯৮৭ সালের এই দিনে, ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে স্বৈরশাসকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে শহীদ হন নূর হোসেন। গুলিস্তান এলাকায় একটি মিছিলে যোগ দিয়ে তিনি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার বুকে-পিঠে লেখা ছিল 'গণতন্ত্র মুক্তি পাক' ও 'স্বৈরাচার নিপাত যাক'—এই স্লোগান দুটি।
নূর হোসেনের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এক অমূল্য অবদান হিসেবে চিহ্নিত। তার মৃত্যু আন্দোলনকে আরও তীব্র করে তোলে এবং ১৯৯০ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের স্বৈরশাসকের পতনকে ত্বরান্বিত করে।