ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম আজ শনিবার রাতে যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশন শেষে দেশে ফিরেছেন। তিনি সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের পুলিশ কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে বাংলাদেশ পুলিশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আইজিপি গ্লাসগো সফরকালে বিশ্বব্যাপী পুলিশ বাহিনীর আধুনিকীকরণ ও কার্যক্রম উন্নয়ন নিয়ে আলোচনা করেন। তিনি ৭ নভেম্বর যুক্তরাজ্যের বার্মিংহামের টালি হো পুলিশ ট্রেনিং কলেজ পরিদর্শন করেন এবং সেখানে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের চিফ কনস্টেবল ক্রেইগ গিল্ডফোর্ড এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
এছাড়া, সম্মেলনে বাংলাদেশের সহকারী হাই কমিশনার, পুলিশ ক্রাইম কমিশনার সাইমন ফস্টার, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি জাস পাহিলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধির অংশগ্রহণে চার দিনব্যাপী এই সম্মেলন ৪-৭ নভেম্বর পর্যন্ত গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়।