আওয়ামী লীগের বিচার ও ফ্যাসিবাদ প্রতিরোধে গণজমায়েত আয়োজন করবে আন্দোলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল (১০ নভেম্বর) রোববার দুপুর ১২টায় রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে একটি গণজমায়েত ও ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ আয়োজনের ঘোষণা দিয়েছে। সংগঠনটি ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ কর্মসূচি সম্পর্কে জানিয়েছে।
পোস্টে দাবি করা হয়েছে, এটি ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ আয়োজন করা হবে। পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।
এদিকে, আওয়ামী লীগও ১০ নভেম্বর ঢাকার নূর হোসেন চত্বরে গণতন্ত্র পুনরুদ্ধারে সমাবেশের ডাক দিয়েছে, যা একই দিনে অনুষ্ঠিত হবে।