প্রধান উপদেষ্টা শফিকুল আলম জানিয়েছেন, দেশে এখন আওয়ামী লীগের সমাবেশ বা মিছিল করার কোনো সুযোগ নেই। শনিবার (৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, “গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোরভাবে মোকাবিলা করবে।”
এসময় তিনি আরও বলেন, “আওয়ামী লীগ এখন একটি ফ্যাসিবাদী দল, এবং এই ফ্যাসিবাদী দলের অধীনে প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার সহিংসতা বা বিশৃঙ্খলা সহ্য করবে না।”
এছাড়া, শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে আগামীকাল রবিবার বিকেলে গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।