বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি (বিসিআরএস) সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে দুর্বৃত্তদের ন্যাক্কারজনক আচরণের তীব্র নিন্দা জানিয়ে, এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।

বিসিআরএস-এর চেয়ারম্যান জাকির হোসেন এবং নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে জানান, বাংলাদেশের একজন রাষ্ট্রীয় প্রতিনিধির সঙ্গে এমন আচরণ দেশের জাতীয় মর্যাদার প্রতি চরম অবমাননা। সংগঠনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এসব অপকর্মের পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *