ঢাকা : বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শুক্রবার (৮ নভেম্বর) ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার পরিদর্শনকালে বলেছেন, "সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতিটি ধর্মের নিজ নিজ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনী প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণে সদা প্রস্তুত।"
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধ ধর্মীয় মহাসম্মেলন উপলক্ষে এই বক্তব্য দেন তিনি। সেনাপ্রধান সকল ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান এবং পার্বত্য জেলাসমূহে শান্তি ও সম্প্রীতির উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি পাশাপাশি পার্বত্য অঞ্চলে শিক্ষার বিস্তার, সংস্কৃতি ও ভাষা সংরক্ষণ এবং পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্ব দেন।
এছাড়া, বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠানে শান্তিপূর্ণ উদযাপনের জন্য সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার জন্য সবাইকে ধন্যবাদ জানান।