বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "স্বৈরাচার বা ফ্যাসিবাদমুক্ত পরিবেশেও স্বল্প আয়ের মানুষকে বাজার সিন্ডিকেটের অভিশাপ থেকে মুক্ত করা অসম্ভব, যদি না জনগণের সরাসরি ভোটের অধিকার নিশ্চিত করা যায়।"
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে জন্য জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা জরুরি। স্থানীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার পর্যন্ত জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য ভোটের ওপর নির্ভরশীল হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চেনার দিন, তেমনি ২০২৪ সালের ৫ আগস্ট ছিল শত্রু চিহ্নিত করার দিন।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।