বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর অনুমতি সাপেক্ষে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (০৫ নভেম্বর,২০২৪) ১২ সদস্যবিশিষ্ট এই আহবায়ক কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান সরদার মিলন( শিকড় পাবলিকেশন) এবং সদস্য সচিব হয়েছেন কেন্দ্রীয় জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মো. জহির দীপ্তি( ইতি প্রকাশন)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
– ইকবাল হোসেন সানু (লাবন্য প্রকাশন)
– মো. মনিরুল হক (অনন্যা প্রকাশনী)
– ইসমাইল হোসেন বকুল (এশিয়া পাবলিকেশন্স)
– মো. আমিনুর রহমান (প্রান্ত প্রকাশন)
– মামুন অর রশিদ (বর্ণমালা)
– মো. মহসিন (রুবেল) (মেরিট ফেয়ার প্রকাশন)
– এস. এম. মহিউদ্দিন কলি (কলি প্রকাশন)
– মোরশেদুল আলম হৃদয় (বাবুই প্রকাশনী)
– এইচ. এম. আলমগীর রহমান (কালিকলম প্রকাশন)
– মো. উমর ফারুক (ভাষাতরী প্রকাশনী)
এই কমিটি সৃজনশীল প্রকাশনা ক্ষেত্রে জাতীয়তাবাদী চেতনা প্রচারের কাজ করবে বলে আশা ব্যক্ত করেন সকলে।