নওগাঁ প্রতিনিধি ॥ নওগাঁর আত্রাই থানা পুলিশ বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে ৫ জনকে আটক করেছে এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করেছে। থানার চৌকস পুলিশ দল এই অভিযান পরিচালনা করে, যা আত্রাই উপজেলার বিভিন্ন স্থান এবং সিরাজগঞ্জ জেলার কয়েকটি এলাকা জুড়ে চলে। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে নারী ও শিশু নির্যাতন, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযান।
আটককৃতদের মধ্যে একজন হচ্ছেন আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে এরশাদুল ইসলাম সুমন (৩৯)। তাকে আত্রাই থানার ২ নম্বর মামলায় ১০ অক্টোবর তারিখে আটক করা হয়। অপরদিকে, দারিয়াগাথী গ্রামের আবু সাঈদ (৪২) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে। তাকে সিরাজগঞ্জ জেলা থেকে ভিকটিমসহ উদ্ধার করা হয়।
এছাড়াও, ৫ আসামীর মধ্যে উল্লেখযোগ্য তিনজন ওয়ারেন্টভুক্ত আসামী। তারা হচ্ছেন সদুপুর গ্রামের জমসেদ শেখের ছেলে মিলন শেখ (৪০), ভরতেতুলিয়া গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে ঝন্টু হালদার, এবং শলিয়া গ্রামের কফিল উদ্দিন প্রাং এর ছেলে আবু হেনা মোস্তফা কামাল (৪২) ওরফে চান্দু।
এই অভিযানের ফলে ৫ আসামি আটক হওয়ায় এবং এক ভিকটিম উদ্ধার হওয়ায় এলাকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন বলেন, “বিজ্ঞ আদালত থেকে আদেশ পাওয়ার পরই আমাদের চৌকস টিম রাতেই অভিযান পরিচালনা করে। আমরা আশা করি, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে অপরাধী দ্রুত আইনের আওতায় আসে এবং ক্ষতিগ্রস্তরা ন্যায়বিচার পায়।”