বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ২ অক্টোবর সাকিব ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করা হয়েছিল। পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে তাঁদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করে বিএফআইইউ।
তদন্ত শেষে সম্প্রতি সরকারের নির্দেশে সাকিবের সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
এছাড়া, ৭ জানুয়ারি মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। তবে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি দেশ ছাড়েন এবং পরবর্তীতে আর দেশে ফেরেননি।